Logo

চাকরি    >>   সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের ৯ দফা দাবি পেশ

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের ৯ দফা দাবি পেশ

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের ৯ দফা দাবি পেশ

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ করেছে। শনিবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পেশের পর মন্ত্রিপরিষদ সচিব যথাযথ কার্যক্রম গ্রহণ করায় পরিষদের নেতারা এক জরুরি সভায় মিলিত হন। সভার কার্যক্রম কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। সঞ্চালনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পেশকৃত দাবিগুলোকে যৌক্তিক বলে মন্ত্রিপরিষদ বিভাগ তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। পরিষদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল সচিবালয়ের নন-ক্যাডার ফিডার পদধারীদের জন্য বিভিন্ন পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘভাতা, ১০০ শতাংশ পেনশন এবং ৪০০ শতাংশ গ্রাচুইটি সুবিধা প্রদান। এছাড়া ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড প্রবর্তন, কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন, এবং পূর্বের সরকারের আমলে চাকরিচ্যুত ও বরখাস্তদের ন্যায় পাওনা ফেরত দেওয়ার বিষয়ও দাবির অন্তর্ভুক্ত ছিল।

পরিষদের ৯ দফা দাবিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সরকার কর্তৃক গঠিতব্য নতুন পে-কমিশনে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব নেতাদের এই অন্তর্ভুক্তির ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং বলেছেন, পে-কমিশন গঠনের সময় তা নিশ্চিত করা হবে। যথাসময়ে এই অন্তর্ভুক্তির বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

দাবি পেশের সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পরিষদের সাবেক মহাসচিব ও বর্তমানে প্রধান উপদেষ্টা মো. তোয়াহা। এই দাবি আদায়ে পরিষদ একতাবদ্ধ এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert